স্ত্রীকে মেরেছি ঠিকই, কিন্তু খুনি নই! অস্ট্রেলিয়ার আদালতে বিস্ফোরক দাবি ভারতীয় যুবকের
অস্ট্রেলিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত যুবক বিক্রান্ত ঠাকুর। বয়স ৪২ বছর। অ্যাডিলেডের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি স্বীকার করেছেন, স্ত্রী সুপ্রিয়া ঠাকুরের মৃত্যু তাঁর হাতেই হয়েছে। তবে তাঁর দাবি, তিনি খুনি নন। অর্থাৎ তিনি ইচ্ছাকৃতভাবে স্ত্রীকে খুন করেননি বলে আদালতে জানিয়েছেন বিক্রান্ত।ঘটনাটি ঘটেছিল গত ২১ ডিসেম্বর। সেদিন রাত সাড়ে আটটা নাগাদ পুলিশের কাছে একটি জরুরি ফোন আসে। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অ্যাডিলেডের একটি বাড়িতে গিয়ে দেখা যায়, ৩৬ বছরের সুপ্রিয়া ঠাকুর অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তখন সেখানেই উপস্থিত ছিলেন তাঁর স্বামী বিক্রান্ত। পুলিশ ও চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও সুপ্রিয়ার জ্ঞান ফেরানো যায়নি। শেষ পর্যন্ত তাঁকে মৃত ঘোষণা করা হয়। ওই রাতেই বিক্রান্তকে গ্রেপ্তার করে পুলিশ।২২ ডিসেম্বর প্রথমবার বিক্রান্তকে আদালতে তোলা হয়। তবে তদন্ত শেষ না হওয়ায় শুনানি মুলতুবি রাখা হয় ১৬ সপ্তাহের জন্য। পুলিশ জানায়, ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্তের পূর্ণ রিপোর্টসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা বাকি রয়েছে। সেই কারণেই মামলার পরবর্তী শুনানি অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টে আগামী এপ্রিলে হওয়ার কথা। তার আগেই এদিন অ্যাডিলেডের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হয় বিক্রান্তকে।আদালতেই বিক্রান্ত বলেন, স্ত্রীকে তিনি মেরেছেন ঠিকই, কিন্তু সেটা ইচ্ছাকৃত ছিল না। তদন্তকারীদের ধারণা, বিক্রান্ত আসলে আদালতে বলতে চেয়েছেন যে ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে এবং তিনি খুনের উদ্দেশ্যে কিছু করেননি। সেই কারণেই তিনি নিজেকে খুনি মানতে নারাজ এবং খুন নয়, মানস্লটার বা অনিচ্ছাকৃত হত্যার দায় স্বীকার করতে চাইছেন।এদিকে সুপ্রিয়া ঠাকুরের মৃত্যুর পর তাঁর নামে একটি গো ফান্ড মি পেজ খোলা হয়েছে। সেখানে লেখা হয়েছে, সুপ্রিয়া ছিলেন একজন কর্মপ্রাণ নারী। নার্স হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তাঁর মর্মান্তিক মৃত্যুতে তাঁর ছোট ছেলে মাতৃহারা হয়েছে। রাতারাতি বদলে গিয়েছে তার জীবন। যে মানুষটি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই মাকে হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি সে।

